শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অর্থনীতির হাল ফেরাতে সহযোগিতা চান শি জিনপিং

 প্রকাশিত: ১০:৩৬, ২৭ জানুয়ারি ২০২১

অর্থনীতির হাল ফেরাতে সহযোগিতা চান শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাভোস ভার্চুয়াল বৈঠকে বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করতে সবার সহযোগিতা চাইলেন।

করোনার কারণে এবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক ভার্চুয়াল হচ্ছে।চার বছর পর গত সোমবার দাভোস বৈঠকে ভাষণ দিলেন শি জিনপিং৷খবর ডয়েচে ভেলের।

সাত দিনের এই বৈঠকে অন্যতম প্রধান বক্তা চীনের প্রেসিডেন্ট বলেন, করোনার পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে। এ নিয়ে অনেকের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট নয়। সবার সহযোগিতায় বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব৷

শি জিনপিং বলেন, নতুন ঠাণ্ডা যুদ্ধ শুরু করলে, অন্যদের ভয় দেখালে, হুমকি দিলে বা অন্যদের কথা খারিজ করে দিলে, বিশ্বে বিভাজন বাড়বে।

চীনের প্রেসিডেন্ট কাকে লক্ষ্য করে বার্তা দিতে চেয়েছেন, সেটিও পরিষ্কার। গত চার বছর ধরে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় বারবার নানা বিষয়ে হুমকি দিয়েছেন। বাইডেন এখন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। সেই সময় এই বার্তা দিলেন শি জিনপিং।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: