শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজা উপত্যকার ৯৭ শতাংশ পানিই দূষিত

 প্রকাশিত: ১৯:২০, ১৩ অক্টোবর ২০২১

অবরুদ্ধ গাজা উপত্যকার ৯৭ শতাংশ পানিই দূষিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দি জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে উপত্যকাটি অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। অনেক মৌলিক অধিকারই নেই সেখানকার বাসিন্দাদের। এর মধ্যে উঠে এসেছে নতুন তথ্য। তা হচ্ছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ৯৭ শতাংশ পানিই দূষিত, পানের অযোগ্য।

এর ফলে ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন নারী ও শিশুসহ উপত্যকাটির ২০ লাখ মানুষ।

গত সোমবার অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৮তম অধিবেশনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ওয়াটার, এনভাইরনমেন্ট অ্যান্ড হেলথ এবং ইউরো-মেডিটেরিনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পানি পান করার অযোগ্য এবং সেটি ধীরে ধীরে গাজার মানুষকে বিষক্রিয়ায় আক্রান্ত করছে।

এক যৌথ বিবৃতিতে সংস্থা দু’টি জানিয়েছে, ‘গাজা ভূখণ্ডে দীর্ঘদিন ধরে ইসরায়েলি অবরোধ জারি থাকায় উপত্যকাটির পানি ব্যবস্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। ফলে ভূখণ্ডটির ৯৭ শতাংশ পানিই এখন দূষিত পানিতে পরিণত হয়েছে।’

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: