বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাখালীতে চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

 প্রকাশিত: ১৭:০১, ৩ নভেম্বর ২০২০

মহাখালীতে চার দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

চার দফা দাবিতে রাজধানীর মহাখালীর আমতলীতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

পরে দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস পেয়ে ৮ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে মঙ্গলবার বেলা ২টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- করোনার পরিস্থিতিতে বন্ড সই দিয়ে প্রফেশনাল পরীক্ষা না নেওয়া ও বিকল্প উপায়ে পরীক্ষার আয়োজন, সেশনজট কমাতে অনলাইন ক্লাস জোরদার করা, পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করা এবং গত সাত মাস ক্লাস ও হোস্টেল বন্ধ থাকায় বেসরকারি মেডিকেলে অতিরিক্ত বেতন না নেওয়া।

ঘটনাস্থলে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এডিসি নাজমুল হোসেন বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর স্মারকলিপি দিয়ে আজকের মতো কর্মসূচি শেষ করেছেন।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: