বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ইসলাম

অনেক ক্ষেত্রে গুনাহের কাজ সওয়াবের কাজ অপেক্ষা উত্তম হতে পারে!

 প্রকাশিত: ১০:৫৩, ১১ জুলাই ২০২১

অনেক ক্ষেত্রে গুনাহের কাজ সওয়াবের কাজ অপেক্ষা উত্তম হতে পারে!

একজন লোকের গুনাহ তার জন্য তার সওয়াবের কাজের থেকেও উত্তম হতে পারে। যদি কোনো লোক গুনাহ করার পর তার মধ্যে অনুশোচনার সৃষ্টি হয় এবং এই অনুশোচনা থেকে আল্লাহর কাছে তওবার দিকে এগিয়ে যায়, তবে এই গুনাহ তার জন্য সওয়াবের কাজ থেকেও উপকারী।

মূলত গুনাহ করার পর তাওবার মাধ্যমে ওই লোক আরো বেশি সওয়াবের কাজ করার জন্য উদ্যোগী হয়। যা প্রকৃতপক্ষে তার জন্য কল্যাণ নিয়ে আসে।

একজন লোক কোনো গুনাহের কাজ করলো। কিন্তু এই গুনাহের কারণে তার মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হলে সে গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহর কাছে এই তওবা তাকে জান্নাতে পৌছে দিতে পারে।

অপরদিকে একজন ব্যক্তি সওয়াবের কাজ করলো। কিন্তু এই সওয়াবের কাজে তার মধ্যে অহংকারের সৃষ্টি হলে সে নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ট মনে করে অন্যকে কষ্ট দিল। অন্যকে কষ্ট দেওয়া এবং তার এই অহংকার তাকে জাহান্নামের উপযুক্ত করে তুলতে পারে।

আল্লাহর কাছে বান্দার মনে অনুশোচনা সৃষ্টিকারী গুনাহ সেই সওয়াবের কাজের থেকে উত্তম, যেই সওয়াবের কাজ তার মনে অহংকারের সৃষ্টি করে। গুনাহের অনুশোচনার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করার ফলে বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয়। অন্যদিকে সওয়াবের কাজের অহংকার বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সে যতই সওয়াবের কাজ করুক, তার অহংকারের কারনে তা তার জন্য ধ্বংসই ডেকে আনবে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: