বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

অন্তঃকোন্দলে ‘২ লাখ টাকায় ভাড়াটে খুনি’ দিয়ে মামুনকে হত্যা: ডিবি ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৬ হাইকোর্ট বিভাগে ৬৭ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি দেড়শ ছাড়িয়ে জয়, রান পাহাড়ের পথে বাংলাদেশ চীন সফরে স্পেনের রাজা ফিলিপ বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে ইরাকে ভোটগ্রহণ শপথ নিলেন ২১ বিচারপতি কেরাণীগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, উত্তরায় মাইক্রোবাসে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা গাজীপুরে তিন বাসে আগুন ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৫

খেলা

সালমানের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

 প্রকাশিত: ১৭:২৮, ১২ নভেম্বর ২০২৫

সালমানের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু পাকিস্তানের

সালমান আঘার সেঞ্চুরিতে জয় দিয়ে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করল স্বাগতিক পাকিস্তান। গতরাতে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান ৬ রানে হারিয়েছে শ্রীলংকাকে। সালমান অপরাজিত ১০৫ রান করেন।

রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানের টপ অর্ডারের চার ব্যাটার। শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গার ডি সিলভার ঘূর্ণিতে পড়ে ৯৫ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। ফখর জামান ৩২, বাবর আজম ২৯ ও মোহাম্মদ রিজওয়ান ৫ রান করে হাসারাঙ্গার শিকার হন। সাইম আইয়ুবকে ৬ রানে বিদায় দেন পেসার আসিথা ফার্নান্দো। 

টপ অর্ডারের ব্যর্থতার পর পঞ্চম উইকেটে ১২১ বলে ১৩৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়েন সালমান ও হুসেন তালাত। দলীয় ২৩৩ রানে তালাতকে ফিরিয়ে শ্রীলংকাকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মহেশ থিকশানা। ৬টি চার ও ১টি ছক্কায় ৬৩ বলে ৬২ রান করেন তালাত। 

এরপর ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৯ রানের সংগ্রহ এনে দেন সালমান ও মোহাম্মদ নাওয়াজ। এই জুটিতেই দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরির স্বাদ নিয়ে ৯টি চারে ৮৭ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন সালমান। ৫ চার ও ১ ছক্কায় ২৩ বলে অনবদ্য ৩৬ রান করেন নাওয়াজ।

শ্রীলংকার হাসারাঙ্গা ৫৪ রানে ৩ উইকেট নেন। 

৩শ রানের টার্গেটে ৮৫ রানের সূচনা পায় শ্রীলংকা। এরপর পাকিস্তান পেসার হারিস রউফের তোপে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় লংকানরা। দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ ও কামিল মিশারা ৩৮ এবং কুশল মেন্ডিস রানের খাতা খোলার আগেই রউফের শিকার হন। 

৯০ রানে ৩ উইকেট পতনের পর শ্রীলংকার রানের চাকা সচল রাখেন মিডল অর্ডার ব্যাটাররা। চতুর্থ উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৫৭ এবং পঞ্চম উইকেটে জানিথ লিয়ানাগের সাথে ৩২ বলে ৩৬ রান যোগ করেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। কিন্তু এই তিন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় ১৯১ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা। সামারাবিক্রমা ৩৯, আসালঙ্কা ৩২ ও লিয়ানাগে ২৮ রান করেন। 

মারমুখী হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার জয়ের আশা জাগান হাসারাঙ্গা। কিন্তু ৪৯তম ওভারে দলীয় ২৭৯ রানে নবম ব্যাটার হিসেবে হাসারাঙ্গা ফিরলে, জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি শ্রীলংকা। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৩ রান করে লংকানরা। ৭ চারে ৫২ বলে ৫৯ রান করেন হাসারাঙ্গা। পাকিস্তানের রউফ ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন সালমান। 

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামীকাল একই ভেন্যুতে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে পাকিস্তান।