বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

অন্তঃকোন্দলে ‘২ লাখ টাকায় ভাড়াটে খুনি’ দিয়ে মামুনকে হত্যা: ডিবি ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৬ হাইকোর্ট বিভাগে ৬৭ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি দেড়শ ছাড়িয়ে জয়, রান পাহাড়ের পথে বাংলাদেশ চীন সফরে স্পেনের রাজা ফিলিপ বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে ইরাকে ভোটগ্রহণ শপথ নিলেন ২১ বিচারপতি কেরাণীগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, উত্তরায় মাইক্রোবাসে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা গাজীপুরে তিন বাসে আগুন ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৫

খেলা

মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের

 প্রকাশিত: ১৭:২৬, ১২ নভেম্বর ২০২৫

মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস। 

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দু’টি স্টাম্পিং করেন লিটন। ফলে মুশফিককে সরিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের মালিক হন লিটন।  

গত জুনে গল-এ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে স্টাম্পিং আউট করে মুশফিকের পাশে বসেছিলেন লিটন। তখন দু’জনেরই ১৫টি করে স্টাম্পিং ছিল। 

আয়ারল্যান্ডের বিপক্ষে স্পিনার হাসান মুরাদের বলে লরকান টাকারকে স্টাম্পড আউট করে মুশফিককে ছাড়িয়ে যান লিটন। এরপর আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে এন্ডি ম্যাকব্রিনকেও স্টাম্পড আউট করেন লিটন। এতে ৫১ ম্যাচের ৬৬ ইনিংসে লিটনের স্টাম্পিং গিয়ে দাঁড়াল ১৭তে। 

৯৯ ম্যাচের ৯৯ ইনিংসে ১৫টি স্টাম্পিং আউট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুশফিক। 

টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত অসিদের হয়ে ৫৪ টেস্টে ৫২টি স্টাম্পিং করেছেন ৮১ বছর বয়সে মারা যাওয়া ওল্ডফিল্ড।

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড মুশফিকের। ৪৭৪ ম্যাচ খেলে ১০১টি স্টাম্পিং করেছেন তিনি। টেস্টে ১৫টি, ওয়ানডেতে ৫৬টি ও টি-টোয়েন্টিতে ৩০টি স্টাম্পিং করেন মুশি। 

এক্ষেত্রে মুশফিকের পর ৪৪টি স্টাম্পিং নিয়ে খালেদ মাসুদ পাইলট দ্বিতীয় স্থানে এবং লিটন ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় স্থানে আছেন।