রোববার ০২ নভেম্বর ২০২৫, কার্তিক ১৮ ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে

 প্রকাশিত: ০৮:৩৪, ২ নভেম্বর ২০২৫

৮ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করবে

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।

তাইজুল ইসলাম ছাড়া টেস্ট দলের অন্যান্য খেলোয়াড়রা চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে খেলছেন।

আয়ারল্যান্ড সিরিজের আগে কিছুদিন সময় পাবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা টেস্ট ক্রিকেটাররা। 

এ বছর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরমধ্যে গত জুনে শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছিল টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলেও শ্রীলংকার কাছে ১-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। 

১১ নভেম্বর থেকে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ নভেম্বর থেকে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামলে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার নজির গড়বেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত দেশের হয়ে ৯৮টি টেস্ট খেলেছেন তিনি। 

মুশফিকের শততম টেস্ট উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ৩ নভেম্বর পরিচালনা পর্ষদের বৈঠকের পর দল এবং নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।