শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

খেলা

পেনাল্টি মিসেও ‘বিশ্বকাপ জেতার’ গন্ধ পাচ্ছে আর্জেন্টিনা!

 প্রকাশিত: ১২:৫৫, ১ ডিসেম্বর ২০২২

পেনাল্টি মিসেও ‘বিশ্বকাপ জেতার’ গন্ধ পাচ্ছে আর্জেন্টিনা!

হারে বিশ্বকাপ শুরু হয় আর্জেন্টিনার, তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় দলটি। তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল পোল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করে শেষ ষোলো।

তবে এই জয়ের মধ্যেও এক হতাশা তাড়া করে বেড়াচ্ছে আলবেসিলেস্তাদের।

 

ম্যাচের ৩৬তম মিনিটে ডি-বক্সে লিওনেল মেসি ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেয় রেফারি। মেসিরই নেওয়া সেই স্পট কিক ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক। এই হতাশা এখনও কাটার কথা নয় আর্জেন্টিনার। তবে ইতিহাস বলছে ভিন্ন কথা, শেষ ম্যাচে পেনাল্টি মিস এখানে সুবাস বয়ে আনছে শিরোপার।

সময়টা ১৯৭৮ সাল। বিশ্বকাপের একাদশ আসরে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সেবার পেনাল্টি মিস করেছিলেন মারিও কেম্পেস। ওই আসরের ফাইনালেই নেদারল্যান্ডসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে নেয় আর্জেন্টিনা। একই ঘটনা ঘটে ১৯৮৬ সালে। এই আসরের তৃতীয় ম্যাচে পেনাল্টি মিস করেন দিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই আসরের শিরোপাও ঘরে তোলে আলবেসিলেস্তারা।  

এই দুই আসরের মতো এবারের আসরেও মেসির পেনাল্টি মিস; তাও তৃতীয় ম্যাচেই। তাহলে কি আবারও বিশ্বকাপ জিততে যাচ্ছে আর্জেন্টিনা। সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন: