শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

স্পেশাল

অবসরে যাচ্ছেন স্বর্ণপদকজয়ী ইঁদুর

 প্রকাশিত: ০৮:২৩, ৭ জুন ২০২১

অবসরে যাচ্ছেন স্বর্ণপদকজয়ী ইঁদুর

কম্বোডিয়ায় অবিস্ফোরিত কামানের গোলা ও স্থল মাইন খোঁজার পাঁচ বছর দায়িত্ব পালনের পর অবসর নিচ্ছে পুরস্কার-জয়ী আফ্রিকান ইঁদুর মাগাওয়া। সাত বছর বয়সী ইঁদুরটি মূলত তানজানিয়া থেকে এসেছে।-খবর আল-জাজিরার

তার পুরো ক্যারিয়ারে দুই লাখ ২৫ হাজার বর্গফুট ভূমিতে মাইন পরিষ্কার সে কাজ করেছে। যা ৪২টি ফুটবল পিচের সমান।

শনিবার (৫ জুন ) কম্বোডিয়ার দাতব্য কর্মসূচির ব্যবস্থাপক মাইকেল হেইম্যান বলেন, ৭১টি স্থল মাইন ও ৩৮টি অবিস্ফোরিত গোলা খুঁজে পাওয়ার পর সে এখন ক্লান্ত হয়ে পড়েছে। তাকে এখন অবসর দেওয়াই ভালো। এখন তার যা ভালো লাগে, সে তা-ই করবে। কলা ও বাদাম চিবিয়ে খাবে।

বিস্ফোরকের ভেতরে রাসায়নিক উপাদান খুঁজে বের করতে তানজানিয়ায় তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ২০১৬ সালে তাকে কম্বোডিয়ায় নিয়ে আসা হয়েছে। এখানেই বোমা খোঁজার কাজ শুরু করে মাগাওয়া।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: