শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

বিজ্ঞান

বছরের শেষ চন্দ্রগ্রহণ বাংলাদেশেও দেখা যাবে

 প্রকাশিত: ০৯:৩০, ৭ নভেম্বর ২০২১

বছরের শেষ চন্দ্রগ্রহণ বাংলাদেশেও দেখা যাবে

বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ হবে আগামী ১৯ নভেম্বর। তবে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময় ১৯ নভেম্বর বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে। এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত।

আরো জানা যায় ,ইউরোপ, এশিয়ার অধিকাংশ দেশ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে।
এদিকে ভারতের একাংশ মানুষও চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। তবে ভারতে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ভারতে সূর্য অস্ত যাওয়ার পর কিছুক্ষণই স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। তাও ভারতের সব জায়গা থেকে গ্রহণ পরিলক্ষিত হবে না। আসাম এবং অরুণাচল প্রদেশে সামান্য সময়ের জন্য আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে।

অন্যথায় ,জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চন্দ্রগ্রহণকে জ্যোতিষশাস্ত্রে অশুভ হিসেবে বিবেচনা করা হয়। বিজ্ঞানে এমন ধারণার স্বপক্ষে কোনো যুক্তি নেই বলে দাবি করা হয়। বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণ একটি মহাজাগতিক বিষয়।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: