শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

বিজ্ঞান

এবার চাঁদের বুকে বরফ খুঁজবে নাসার রোবটযান `ভাইপার`

 প্রকাশিত: ১১:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২১

এবার চাঁদের বুকে বরফ খুঁজবে নাসার রোবটযান `ভাইপার`

চাঁদে বরফের খোঁজে ফের যাচ্ছেন বিজ্ঞানীরা। চাঁদে কোথা থেকে এল বরফ, কীভাবেই বা এল, কীভাবে তা কোটি কোটি বছর ধরে সংরক্ষিত থাকল চাঁদের বুকে- এসব প্রশ্নের উত্তর খোঁজা হবে।

তবে চাঁদে পানি বা বরফ আছে কিনা, তা নিয়ে বহুদিন থেকে বহুমাত্রার গবেষণা ও চেষ্টা চলছে। সব দেশই নিজের মতো করে এই অভিযানে নেমেছে। কিছু তথ্যও পাওয়া গেছে ও বিষয়ে। এখনও বহু তথ্য জানার অপেক্ষায় মানুষ। এরই মধ্যে নাসা নামল এই সংক্রান্ত নতুন এক অভিযানে।

নাসার বিজ্ঞানীদের আশা, তাদের পাঠানো এই বিশেষ রোবট যানটি এবার চন্দ্রপৃষ্ঠের নিচে বরফ থাকার বিষয়টি নিশ্চিত করতে পারবে। এবং এই বরফ আগামি দিনে রকেটের জ্বালানিতে রূপান্তরিত করে তা মঙ্গলগ্রহ বা মহাকাশের আরও গভীরে যাওয়ার জন্য ব্যবহার করা সম্ভব হবে।

উল্লেখ্য, আমেরিকা চাঁদের বুকে মানুষ পাঠানোর লক্ষ্যে 'আর্টেমিস' নামের যে মিশন পরিকল্পনা করেছে, এই 'ভাইপার' তারই অংশ।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: