বরিশালের নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ

বরিশালের নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ
নানান নাটকীয়তা আর উত্তেজনার মধ্যে শেষ হয় বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন। এতে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ১২৬ টি কেন্দ্রের মধ্যে মোট ৮৭ হাজার ৮শত ৮টি ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামি আন্দোলন এর হাতপাখা প্রার্থী সৈয়দ ফয়জুল করীম সাহেব ৩৩ হাজার ৮শত ২৮টি ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন।
গতকাল রোজ সোমবার (১২ জুন) রাত ৯ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবির আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পরে আবুল খায়ের আব্দুল্লাহ নগরবাসীকে ধন্যবাদ জানান এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় বরিশাল সিটিকে একটি অত্যাধুনিক ও উন্নত সিটিতে পরিণত করার আশা ব্যক্ত করেন।
অপরদিকে খুলনা সিটি নির্বাচনেও নৌকা প্রতীক তালুকদার আব্দুল খালিক ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীক মুহা. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহা. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭ ভোট।
এদিকে বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি আসন্ন সিলেট ও রাজশাহীর সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেয় দলটি।
বরিশাল সিটি নির্বাচনের সময় দুপুরে হাতপাখা প্রার্থী জনাব ফয়জুল করীম সাহেবের উপর নৌকা প্রতীক কর্তৃক হামলা চালালে বিকাল বেলা দলটির আমীর সৈয়দ রেজাউল করিম সাহেব জরুরী সংবাদ সম্মেলন করেন এবং নিম্নোক্ত বিষয়গুলোর ব্যপারে সিদ্ধান্ত নিয়ে
প্রেস ব্রিফিংয়ে পীর সাহেব চরমোনাই ঘোষণা করেন :
১. বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান
২. সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন।
৩. ব্যর্থ ও অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি।
৪. আগামী শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ।
Online_portal_24