বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের মানুষ আর এভাবে দেশ চালাতে দেবে না : ফখরুল

 প্রকাশিত: ১৬:৫২, ৭ আগস্ট ২০২২

দেশের মানুষ আর এভাবে দেশ চালাতে দেবে না : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেশের মানুষের সর্বনাশ করে দিয়েছে। দেশের মানুষ আর এভাবে দেশ চালাতে দেবে না।

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে এক সমাবেশ ছিল। সেখানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুই কর্মীর মৃত্যু এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এই বিক্ষোভ সমাবেশ করে।

সেখানে মির্জা ফখরুল বলেছেন, ‘‘জ্বালানির দাম বাড়ার কারণে প্রতিটি পণ্যের দাম বাড়বে। চালের দাম, তেলের দাম, সারের দাম, যাতায়াত খরচ বাড়বে। সবকিছু বাড়বে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থনীতি আরও খারাপ হবে।’’

তার প্রশ্ন, আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে, তখন দেশে কিভাবে দাম বাড়ানো হয়? তিনি বলেন, ‘‘তারা যে লুটপাট করে, চুরি করে, দুর্নীতি করে সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়।’’

এর সঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, ‘‘জনগণকে সরকারের দরকার নেই। কারণ, তার আছে পুলিশ বাহিনী, বন্দুক বাহিনী—এসব বাহিনী দিয়েই সে (প্রধানমন্ত্রী) দেশ চালাবে। এভাবে আর হবে না। এই দেশের মানুষ আর এভাবে দেশ চালাতে দেবে না।’’

মন্তব্য করুন: