শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

সাহিত্য

সবুজ গম্বুজের ছায়া - শরীফ মুহাম্মদ

 প্রকাশিত: ০৯:৪৩, ১৭ অক্টোবর ২০২০

সবুজ গম্বুজের ছায়া - শরীফ মুহাম্মদ

পাঠ প্রতিক্রিয়া ;

বইয়ের নাম : সবুজ গম্বুজের ছায়া
লেখক : শরীফ মুহাম্মদ
প্রকাশক : মাকতাবাতুল আযহার
প্রচ্ছদ : হাশেম আলী
বর্ণবিন্যাস : মদীনা বর্ণশীলন
মূল্য : ১০০৳
পৃষ্ঠা : ৮০


প্রথমেই লেখক পরিচিতি লেখতে গেলে একেবারে ছোট্ট করে যা লেখা যায়। শরীফ মুহাম্মদ। জন্ম : ১২ নভেম্বর ১৯৭১, ময়মনসিংহ। শিক্ষা : দাওরায়ে হাদীস ১৯৯২, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। পেশা : সাংবাদিকতা, লেখালেখি ও শিক্ষকতা। মৌলিক ও অনূদিত মিলিয়ে প্রায় ১৮টি গ্রন্থ প্রকাশিত। সম্প্রতি চলমান ইস্যু ( টক-শো) নিয়ে বোদ্ধা মহলের প্রশংসা কুড়িয়েছেন।



মাওলানা শরীফ মুহাম্মদ। এই নাম সুবিদিত। কওমী অঙ্গণে নতুন করে আরও বাড়িয়ে পরিচিত করে দেয়া বা তাঁকে চিনিয়ে দেয়ার মতো তিনি নন। তিনি আমাদের হৃদয়গহনে হেরার আলোর ন্যায় আমাদের স্পর্শ করেন। আমাদের নায়ক তিনি। ফিলহালের মহানায়ক আমাদের ' ওয়ারিস রব্বানী ' যথার্থই নাম তাঁর । সামগ্রিকভাবে বলা যায় অজানা এক সাহিত্যরথী তিনি । শব্দকোষের চাবিওয়ালা। শব্দচোষা। সাহিত্যের জমিদার। অক্ষরের ক্যাঁনভাসের শিল্পী। শিল্প - সাহিত্যের বটবৃক্ষ। সাহিত্যের নির্মাতা। যাদুমাখা কলমের ফেরিওয়ালা । শব্দের সিঁড়ি বেয়ে চেতনার মিনার চূড়ায় দাঁড়িয়ে দরদী আহবানের সুরে চিনেছি তাঁকে। আমি, আপনি এবং আমরা সবাই...



প্রচ্ছদ চমৎকার ও দৃষ্টিনন্দন। ব্রাইন্ডিং বেশ মজবুত। বর্ণকারীগর তাঁর নিপুন হাতের ছোঁয়ায় খুবই চমৎকারভাবে শব্দের কলকব্জা বসিয়েছেন। সুবিন্যস্ত! সুসজ্জিত! সেইসাথে শিল্পীর ছোঁয়া আরও চমৎকৃত করেছে। সবকিছুতেই শিল্পীরা তাদের সুরুচির প্রমাণ রেখেছে...



বইয়ের আলোচনা টানছি সবুজ গম্বুজের ছায়া এর ভুমিকা লেখক একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর রহ. এর লেখা দিয়ে " গল্প শুনতে কে না ভালোবাসে? নব্বুই বছরের বৃদ্ধ থেকে এক রত্তি শিশুও গল্পের ভক্ত। সে গল্প যদি হয় ইতিহাসের সত্য। বিশ্ব ইতিহাসের মহত্তম মানুষের জীবন থেকে নেয়া। তাহলে! তার মূল্য হাজার গুণ বেড়ে যেতে বাধ্য! " রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সমগ্র জীবনই আলোকোজ্জ্বল একটি আকাশ। সমগ্র সীরাতই হিরা মোতি পান্নার একটি সমুদ্র। সেই আকাশ ও সমুদ্রসম প্রাচুর্যের ভান্ডার থেকে আহরিত দ্যুতির সামান্য বিকরণই হলো ' সবুজ গম্বুজের ছায়া ' সত্যিই একটি নিবিড় ছায়া। হাতে নিলে শেষ না হওয়া পর্যন্ত উঠতে মন চাইবেনা। অন্যরকম এক মোহ আপনাকে আকৃষ্ট করে রাখবে। গল্পে আঁকা। আছে উপন্যাসের সবুজ ছায়া। সীরাতের নূর। ইতিহাসের ঘণ্টাধ্বনি। মুগ্ধতা! কখনও অশ্রু অশ্রু পরিবেশ। সীরাত ও ইতিহাস থেকে নেয়া ঘটনা। আপনি হয়তো আগেও পড়েছেন। তাদের কথা ও কাহিনী...



বইয়ের শুরুতে রয়েছে ' অন্য এক আগন্তুক ' নামে ' হাদীসে জিব্রাইল '। যা আমরা পড়েছি বহুবার। শুনেছি অসংখ্যবার। এমনিভাবে আছে হযরত উমর রা. এর ইসলাম গ্রহণ করার অমর কাহিনী। যা আমরা অসংখ্য অগনিতবার শুনেছি। বইতে এসেছে ' রূপান্তর! বিপদ থেকে পথে '। চমৎকার এক শিরোনামে। এখানে পড়বেন ব্যতিক্রমী এক উপস্থাপনায়। এরকমভাবে এসেছে ' একপশলা স্মৃতির হাহাকার ' নিবেদন! আত্মনিবেদন ' বিন্দু বিন্দু রহমত ' শান্তির জোয়ারে ' ক্ষমার মিছিলে ' অমর মূল্যবোধ '। এভাবেই আশ্চর্য এক গতিময়তায় ১৯টি কাহিনী বয়ে চলেছে পরের কাহিনী। ছলছল প্রবাহে। মরুর বুকে যেন ঝর্ণাধারা। পূর্বে একেকটা বারংবার শুনতে অত্যুক্তি হলেও ; বইটাতে পড়বেন একটু ভিন্ন স্বাদে। ভিন্ন আমেজে। ভিন্ন পরিবেশনায়। হাদীসের দ্যুতি নিয়ে। সীরাতের স্বাদ নিয়ে। ছোট গল্পের মতো করে। শিল্প সুষমা ভাব ও প্রাচুর্য নিয়ে। বইয়ের প্রতিটি ছত্রে ছত্রে সাহিত্য রসে টইটুম্বর। অসাধারণ বাক্যের বুনন ও কারুকাজ। গদ্যরীতি উপমা উৎপ্রেক্ষার ব্যবহার এবং কাব্যশয়ী গদ্যের প্রয়োগ যে কোন সাহিত্যপ্রেমীকে সম্মোহনী শক্তির মতো টানবে। লেখকের প্রেমে পরে পড়তে বাধ্য করবে...



বইটা পড়ে আপনি ঈমানের ফুল ফসল এবং ইয়াকীনের জোর প্লাবনে হৃদয় আপনার নবীপ্রেমের জোয়ার উঠবে। হাদীসের আলোয়ে জীবনের পাথেয় খুঁজে পাবেন। এখানেই ইতি টানছি। নইলে আপনার পড়বেন কি! আড়াল তুলে নেই। এবার হাতে নিন আর এক চুমুকেই শেষ করে ফেলুন। বুঝতেই পারবেন না কখন শেষ হলো বই। মনে হবে এত্তো ছোট্ট বই...

 

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: