শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

সাহিত্য

গ্রন্থালাপ: যাঁদের দেখেছি এবং নিষ্ফলা মাঠের কৃষক

 প্রকাশিত: ০৮:০৩, ৮ অক্টোবর ২০২০

গ্রন্থালাপ: যাঁদের দেখেছি এবং নিষ্ফলা মাঠের কৃষক

/১/

প্রবীণ ও নবীন সময়ের মিলন-মোহনায় দাঁড়িয়ে যখন সংসারী মানুষ দেখছে অতীত আর সন্ধানী মানুষ খুঁজছে ভবিতব্য, তখন আমি , আমার খানিক অবসর এবং অনেকটুকু প্রস্তুতির প্রপাতের মাঝে দুলতে-দুলতে ঘুরতে-ঘুরতে পড়ছি আমার পড়া কবি জসীম উদদীনের শেষ স্মৃতিগদ্য 'যাঁদের দেখেছি' এবং অনেক-অনেকদিন পরে হলেও সেই স্বাদ অনুভব করতে পারছি যা একদা 'জীবনকথা' পড়তে-পড়তে ভাবতে-ভাবতে অনুভব করেছিলাম। মাঝে দিয়ে চলে গেছে অনেকগুলো বছর; পড়েছি 'স্মৃতির পট' 'স্মরণে সরণী বাহি' ও 'ঠাকুরবাড়ির আঙিনায়'─ ভালো লেগেছিলো। জসীম উদদীনের গদ্য মোহনীয় ও দরদী। আমার প্রিয় গদ্যকারদের একজন তিনি। তাঁকে পড়তে-পড়তে খেয়াল করেছি, আবেগরহিত এই আমারও চোখ ছলছল করে ওঠে...। তাঁকে ও তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান 'পলাশ প্রকাশনী' নিয়ে আমার একটা কষ্ট আছে। কোনোদিন হয়ত বিস্তারিত বলবো, কিংবা কখনোই বলবো না কিছু, আজ এতটুকু বলি─ এক আবদুল আজীজ আল আমান-এর সন্তানেরা, যতদূর দেখেছি ও জানি, দিন-কে-দিন 'হরফ প্রকাশনী'কে উঁচুতে নিয়ে যাচ্ছেন তাঁদের মেধা প্রেম ও পরিশ্রমের যৌথমিলনে। আর কবি জসীম উদদীনের পুত্ররা, হায়...। কীযে নাকানিচুবানি খেতে হয় তাঁর বইপত্র সংগ্রহ করতে গেলে; যা-তা বলেন পরিবেশকগণ। 'পলাশ প্রকাশনী'কে হয়ত আর কিছুদিন পরে গুগলেও পাওয়া যাবে না, এতটাই নিচে নিয়ে যাচ্ছে। অথচ কলকাতায় কবিকে নিয়ে কবির রচনাবলি নিয়ে কত চমৎকার-চমৎকার কাজ হয়েছে, হচ্ছে। একদা আমার একজন সহৃদয় শিক্ষক বলেছিলেন : 'এই মাটিই খারাপ...'

 

মাটি! নরম হও...

 

/২/

'নিষ্ফলা মাঠের কৃষক' বিশ্বসাহিত্যকেন্দ্র সংস্করণ। আবুদল্লাহ আবু সায়ীদের সমস্ত বইপত্র এখন বিসাকে-র থেকেই প্রকাশিত হবে; এটি হলো প্রথম প্রডাকশন। সুন্দর কাজ করেছে আর দামও সহজ-ক্রয়সীমার মধ্যে, ভালো লাগলো দেখে। এই বইটা আমার পড়া না-পড়া খুব সম্ভব একই কথা; তবুও নিয়েছি কারণ তার লেখাপত্রের নানান কিছুই আমার ভালো লাগে। জীবিতদের মধ্যে যে কয়জন আছেন, সায়ীদ সাহেব তাদের একজন, যার গদ্য পড়ে আরাম পাওয়া যায়। রুম্মান ভাইয়ের কথায় 'ভালোবাসার সাম্পান' পড়ে মি যারপরনাই মুগ্ধ হয়েছিলাম। পড়ে দেখা যাক একজন নিষ্ফলা মাঠের কৃষকের জীবনবৃত্তান্ত; আর যাহোক, আমিও তো ওই রসহীনা, অনুর্বরা, নিষ্ফলা মাঠেরই একজন কৃষক কিংবা স্রোতের উল্টোদিকে বৈঠাঠেলা নায়ের মাঝি...।

 

 

যাঁদের দেখেছি:  জসীমউদদীন

নিষ্ফলা মাঠের কৃষক : আব্দুল্লাহ আবু সায়ীদ 

 

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: