বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ইসলাম

ছবিযুক্ত টাকা পকেটে নিয়ে সালাত আদায় করা যাবে কি?

 আপডেট: ২০:৫২, ১৯ ডিসেম্বর ২০২১

ছবিযুক্ত টাকা পকেটে নিয়ে সালাত আদায় করা যাবে কি?

প্রশ্ন: ছবিযুক্ত টাকা পকেটে নিয়ে সালাত আদায় করা যাবে কি?

উত্তর: ছবিযুক্ত টাকা পকেটে থাকলে সালাতের কোনো ক্ষতি হবে না। কেননা সেটা চোখে দেখা যায় না. একদা রাসূলুল্লাহ সাঃ  আয়েশা রাঃ- কে বললেন, তুমি এ ছবি সম্বলিত চাদরটি আমার সামনে থেকে সরিয়ে নাও। এর ছবি আমার সালাতের একাগ্রতা নষ্ট করে। (ছহীহ বুখারী, হা/৩৭৪; মিশকাত, হা/৭৫৮)
নবী সাঃ ছবি সম্বলিত কাপড়টি সরিয়ে রাখতে বলেছেন। কিন্তু ঐ সালাত দ্বিতীয়বার আদায় করেননি। সুতরাং, সালাতের কোনো ক্ষতি হবে না। তবে কাপড়ে ছবি থাকলে অথবা খোলা স্থানে টাকা বা ছবি থাকলে সালাত আদায় করা উচিত নয়। কেননা যেখানে ছবি থাকে সেখানে ফেরেশতা প্রবেশ করে না।  (ছহীহ বুখারী, হা/৫৯৪৯; ছহীহ মুসলিম, হা/২৬; মিশকাত, হা/৪৪৮৯)  

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: