বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ইসলাম

কসম করে ভেঙ্গে ফেল্লে শরীয়তমতে কী করণীয়?

 প্রকাশিত: ১৯:২১, ২৭ নভেম্বর ২০২২

কসম করে ভেঙ্গে ফেল্লে শরীয়তমতে কী করণীয়?

১৩৪৫: প্রশ্ন
আমার চাচাত ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে একদিন আমি রাগ করে বলে ফেলি তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তোমার বাড়ির উঠান ডিঙানো আমার জন্য হারাম। এরপর প্রায় সপ্তাহ খানেক পর তার বাড়ির উঠানের উপর দিয়ে পাশের বাড়িতে যাই। তখন তারা বলল, তুমি না কসম করেছিলে? আমি এখন চিন্তিত। শরীয়তমতে আমার কী করণীয়?

উত্তর:
তোমার বাড়ির উঠান ডিঙানো আমার জন্য হারাম’-একথাটি দ্বারা কসম সাব্যস্ত হয়েছে। আর এরপর তার বাড়ির উঠানে যাওয়ার কারণে আপনার কসম ভেঙে গেছে। এখন ঐ কসমের কাফফারা দেওয়া জরুরি। কাফফারা হল, দশজন মিসকিনের প্রত্যেককে দু’ বেলা পূর্ণ তৃপ্তিসহ খানা খাওয়ানো। বা প্রত্যেককে এক জোড়া করে কাপড় দেয়া। আর এগুলোর কোনোটি করা সম্ভব না হলে ধারাবাহিকভাবে তিনটি রোযা রাখতে হবে।

-আহকামুল কুরআন জাসসাস ৩/৬৯৬; আলবাহরুর রায়েক ৪/৪৯২; রদ্দুল মুহতার ৩/৭২৫; তাবয়ীনুল হাকায়েক ৩/৪৩২; ফাতাওয়া সিরাজিয়া ৫৪

মন্তব্য করুন: