শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

প্রাণীর ছবি যুক্ত পণ্যের মাসায়েল

 প্রকাশিত: ২২:২৩, ৬ মার্চ ২০২২

প্রাণীর ছবি যুক্ত পণ্যের মাসায়েল

প্রশ্ন ১১৯৫: বর্তমান বাজারে ছবিবিহীন বস্ত্ত পাওয়া মুশকিল। প্রায় জিনিসেই প্রাণীর ছবি থাকে। এমতাবস্থায় ছবিযুক্ত বস্তুত ক্রয় করে চোখ মুছে বা কেটে ফেলে উক্ত বস্ত্ত ব্যবহার করার অবকাশ শরীয়তে আছে কি? জানালে উপকৃত হবো।

উত্তর: প্রাণীর ছবির শুধু চোখ কেটে বা মুছে দেওয়া যথেষ্ট নয়। শুধু চোখ মুছে দেওয়ার দ্বারা তা ছবির হুকুম থেকে বেরিয়ে যায় না। তাই স্পষ্ট ছবির পুরো চেহারা মুছে দেওয়া জরুরি। অবশ্য ছবি যদি এত ছোট হয় যে, তা নিচে থাকাবস্থায় দাঁড়িয়ে দেখলে চেহারা বুঝা যায় না, তাহলে সে ছবির চেহারা মোছা বা কাটা জরুরি নয়। তবে সম্ভব হলে এ ধরনের ছবির চেহারাও মুছে দেওয়া ভাল।

-জামে তিরমিযী ২/১০৮, বাদেউস সানায়ে ১/১১৫, খুলাসাতুল ফাতাওয়া ১/৫৮, রদ্দুল মুহতার ১/৬৪৮, ফাতহুল কাদীর ১/৩৬৩

মন্তব্য করুন: