বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বদলি হজের মাসায়েল

 প্রকাশিত: ২৩:৪১, ৫ মার্চ ২০২২

বদলি হজের মাসায়েল

প্রশ্ন ১১৯৪: আমার পিতা একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি নামায রোযা নিয়মিত আদায় করতেন। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ও চাকরি নিয়ে ব্যস্ত থাকায় তিনি হজ্ব আদায় করার সুযোগ পাননি। এখন তিনি বিছানায় শয্যাশায়ী এবং সুস্থ হবেন এই আশা করা দুরূহ। তাই আমরা তার পক্ষ থেকে বদলি হজ্ব করাতে চাচ্ছি। এদিকে আমাদের এক আত্মীয় সৌদিতে চাকরিরত আছেন। এক্ষেত্রে আমরা যদি তাকে আমাদের পিতার পক্ষ থেকে বদলি হজ্ব করতে বলি এবং তিনি তা আদায় করেন তাহলে তা আদায় হবে কি না? এক্ষেত্রে সঠিক সমাধান জানালে চিরকৃতজ্ঞ থাকব।

উত্তর: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার পিতার বদলি হজ্বের জন্য বাংলাদেশ থেকেই কাউকে পাঠাতে হবে। বাংলাদেশ  থেকে কাউকে পাঠানোর সামর্থ থাকা সত্ত্বেও যদি সৌদিতে অবস্থানরত কাউকে দিয়ে বদলি হজ্ব করানো হয়, তবে বদলি হজ্ব আদায় হবে না। এক্ষেত্রে নিজ দেশ থেকে বদলি হজ্ব করানো জরুরি হবে।

-রদ্দুল মুহতার ২/৬০৫, মানাসেকে মোল্লা আলী ৪৪০, গুনইয়াতুন নাসেক ৩২৯

মন্তব্য করুন: