বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ইসলাম

বিবাহ বিচ্ছেদ এর পর সন্তানরা কার নিকট থাকবে শরীয়তের ফয়সালা কী?

 প্রকাশিত: ১৮:৪২, ২৭ নভেম্বর ২০২২

বিবাহ বিচ্ছেদ এর পর সন্তানরা কার নিকট থাকবে শরীয়তের ফয়সালা কী?

১৩৪৩: প্রশ্ন
আমার এক নিকটাত্মীয়ের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলেটির বয়স তিন এবং মেয়ের বয়স ১০। এখন প্রশ্ন উঠেছে, সন্তানরা কার নিকট থাকবে। দাদী নিজের কাছে রাখতে চায়। মা তাতে রাজি নয়। এক্ষেত্রে শরীয়তের ফয়সালা কী?

উত্তর:
বিবাহ বিচ্ছেদ ঘটলে পুত্র সন্তানের সাত বছর আর কন্যা সন্তানের বয়স নয় বছর হওয়া পর্যন্ত মা-ই তাদের লালন-পালনের অধিকার রাখেন। এসময়ের ভিতর পিতা বা পিতার পক্ষের কেউ তাদেরকে মার সম্মতি ছাড়া  নিয়ে আসতে পারবেন না। অবশ্য এ সময়ের ভিতর সন্তানদের মাহরাম নয় এমন কোনো পুরুষের সাথে যদি তাদের মার বিয়ে হয় তবে এক্ষেত্রে সন্তানদেরকে নিজের কাছে রেখে লালন-পালন করার অধিকার মা’র থাকবে না। বরং নানী, দাদী, খালা ও ফুফু যথাক্রমে প্রতিপালনের হকদার হবে। প্রশ্নোক্ত অবস্থাতেও এ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

-সুনানে আবু দাউদ ১/৩১০; আলবাহরুর রায়েক ৪/২৮০; খুলাসাতুল ফাতাওয়া ২/৭২; ফাতাওয়া খানিয়া ১/৩২২; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৬৭; বাদায়েউস সানায়ে ৩/৪৫৭

মন্তব্য করুন: