শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-৪১: লাইলাতুল কদরের নিদর্শন

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন

 আপডেট: ১৯:২৭, ২৬ এপ্রিল ২০২২

রোজা ও রমজান: পর্ব-৪১: লাইলাতুল কদরের নিদর্শন

লাইলাতুল কদর অবশ্যই অনির্দিষ্ট। তবে এর কিছু সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। তা আমরা আলোচনা করেছি। আর সেই সম্ভাব্য তারিখ বোঝার জন্য কয়েকটি নিদর্শনও বলা হয়েছে। যেমন-

এক. এই রাতটি সম্পূর্ণ স্বচ্ছ ও পরিষ্কার এবং এমন উজ্জ্বল দেখা যাবে যেন চন্দ্র উদয় হয়েছে।  


দুই. এ রাতে শান্তি বিরাজ করবে। 


তিন. বেশী গরমও লাগবে না, আবার বেশী ঠাণ্ডাও লাগবে না। (সুতরাং মনে হবে অনেকটাই আমাদের দেশের ইয়ার কন্ডিশনের মতো)। 
চার. সকাল পর্যন্ত আকাশে নক্ষত্র জ্বলজ্বল করবে।  পাঁচ. প্রভাতে সূর্য প্রখর কিরণের সাথে উদিত হবে না, বরং চৌদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো সূর্য উদিত হবে। ঐ দিন সূর্যের সাথে শয়তান আত্মপ্রকাশ করে না। (ইবনে কাছির, হাদিসটির সনদ সহীহ, কিন্তু মতন গারীব।)

 

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470

মন্তব্য করুন: