শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ইসলাম

রোজা ও রমজান: পর্ব-১২  বিষয়: রোজা ও রমজানের শিক্ষা

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন

 আপডেট: ১৫:৫৬, ২ এপ্রিল ২০২৩

রোজা ও রমজান: পর্ব-১২  বিষয়: রোজা ও রমজানের শিক্ষা

৩। দায়িত্ব সহজবোধ্য করতে শিক্ষা দেয়ঃ আমরা যদি পবিত্র কুরআন অর্থসহ পড়ি তাহলে দেখতে পাব যে, মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন- 
فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
‘কাজেই এখন থেকে তোমাদের মধ্যে যারা এ মাসটি পাবে, সে অবশ্যই এ মাসের সিয়াম পালন করবে।’ তবে কেউ সিয়াম পালনের এই কয়েকটি দিনে অসুস্থ হলে বা দূরে কোথাও সফরে বের হলে সে ঐ দিনগুলোতে সিয়াম পালন না করে পরবর্তীতে অন্য সময়েও সিয়াম পালন করতে পারবে। মহান আল্লাহ বলেন-
فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ
‘তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে সিয়াম পূরণ করে নিতে হবে।’ সূরা বাক্বারা, আয়াত- ১৮৪ 


তাহলে আমরা দেখতে পারছি যে, মহান আল্লাহ অসুস্থ এবং মুসাফির থেকে সিয়ামের বিধানকে স্থগিত করে দিয়েছেন। সুতরাং আমাদেরও উচিত যে, আমাদের অধীনে কর্মরত শ্রমিকদের থেকে দায়িত্বকে কিছু কম বা সহজবোধ্য করে দেয়া। অথচ আমরা তা করি না। বরং অনেকেই রমযান মাসে শ্রমিকদের সাথে আরো কঠিন ও খারাপ আচরন করে থাকে। একথা বলে যে, ‘আমার এই কর্মচারী রমযান মাসেও কাম ফাঁকি দেয়। আমাদের জন্য এমনটা কখনো উচিত না। আমরা শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করব। তাদের কাজকর্ম বা দায়িত্বকে সহজবোধ্য করব।

 

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470

মন্তব্য করুন: