বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

অন্তঃকোন্দলে ‘২ লাখ টাকায় ভাড়াটে খুনি’ দিয়ে মামুনকে হত্যা: ডিবি ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে তল্লাশি, আটক ৬ হাইকোর্ট বিভাগে ৬৭ বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি দেড়শ ছাড়িয়ে জয়, রান পাহাড়ের পথে বাংলাদেশ চীন সফরে স্পেনের রাজা ফিলিপ বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যে ইরাকে ভোটগ্রহণ শপথ নিলেন ২১ বিচারপতি কেরাণীগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, উত্তরায় মাইক্রোবাসে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা গাজীপুরে তিন বাসে আগুন ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক

বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প

 প্রকাশিত: ১৭:৪১, ১২ নভেম্বর ২০২৫

বিবিসির বিরুদ্ধে মামলা করার ‘দায়বদ্ধতা’ রয়েছে : ট্রাম্প

মার্কিন   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তথ্যচিত্রে বিভ্রান্তিকরভাবে বক্তব্য সম্পাদনার দায়ে বিবিসির বিরুদ্ধে তার মামলা করার অধিকার রয়েছে। মঙ্গলবার সম্প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বললেও সরাসরি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণার বিষয়টি এড়িয়ে যান।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত বছর সম্প্রচারিত বিবিসির তথ্যচিত্র ‘প্যানোরামা’য় ট্রাম্পের বক্তব্য এমনভাবে জোড়া লাগানো হয়েছে, এতে মনে হচ্ছে ২০২১ সালে  তিনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উস্কে দিয়েছেন। এ ঘটনায় বিতর্কের জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। এ ঘটনায় বিবিসি কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে।

এএফপির হাতে পাওয়া এক চিঠি অনুযায়ী, সোমবার ট্রাম্পের আইনজীবীরা এ ঘটনায়  ব্রিটিশ সম্প্রচার সংস্থাকে এক বিলিয়ন ডলারের মামলার হুমকি দেন।

ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, তিনি  বিবিসির বিরুদ্ধে মামলা করবেন কি না? এর জবাবে ট্রাম্প বলেন,  ‘আমার মনে হয়, আমাকে করতে হবে, কেন নয়?’। এটি ছিল সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তার প্রথম প্রকাশ্য মন্তব্য।

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এটা করা আমার দায়িত্ব। কারণ, আপনি কাউকে এমন কাজ করতে দিতে পারেন না।’

তবে তিনি নিশ্চিত করেননি, মানহানির মামলা দায়েরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন কি না।

ট্রাম্প বলেন, ‘তারা জনগণকে প্রতারিত করেছে এবং তারা তা স্বীকারও করেছে।’

তিনি বলেন, ‘ব্রিটেন তো আমাদের অন্যতম প্রধান মিত্র হওয়ার কথা এবং সরকারেরও ওইটার (বিবিসি) একটা অংশ রয়েছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টি সরকার বিবিসির স্বাধীনতা সমর্থন করে এবং ট্রাম্পের বিপক্ষে অবস্থান না নেওয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করছে।

বিবিসি জানিয়েছে, তারা ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠি ‘পর্যালোচনা’ করবে।