রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত

 প্রকাশিত: ১৩:৩৬, ৭ অক্টোবর ২০২৫

ক্যালিফোর্নিয়ার মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কে সোমবার একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। 

 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে।

 

রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর পূর্বমুখী ৫০ নম্বর হাইওয়েতে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার কিছু পর (জিএমটি সময় মঙ্গলবার ০২০০) হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

 

ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি ইউসি ডেভিস মেডিকেল সেন্টার থেকে মাত্র কয়েক মিনিট আগে উড্ডয়ন করে।

 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

 

টেলিভিশন চ্যানেল সিএনএন স্যাক্রামেন্টো ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার পর একজন পাইলট, নার্স ও প্যারামেডিককে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটিতে কোনও রোগী ছিল না এবং রাস্তার কোন যানবাহনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেনি। 

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গেছে যে হেলিকপ্টারটি বেশ কয়েকটি গাড়ির উপরে ঝুলে আছে এবং এরপর সেখানে রাস্তার ওপর বিধ্বস্ত হয়।

 

দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা হেলিকপ্টারটিকে তুলে ধরে উদ্ধারকর্মীদের এর নিচে আটকা পড়া এক আরোহীর কাছে পৌঁছাতে সাহায্য করেছে।

 

সাউথ স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল এরিয়া অফিস সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছে, ‘দয়া করে বিকল্প রুট ব্যবহার করুন। এই রুট সংলগ্ন এলাকাগুলোতে যানজট দেখা দিতে পারে।’ 

 

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, তারা হাইওয়ে টহলদারিদের সহায়তা করছে।

 

সিক্রামেন্টো কাউন্সিল সদস্য লিসা কাপলান হাইওয়েতে দীর্ঘ যানবাহনের লাইন দেখানো ছবি পোস্ট করে লিখেছেন, ফ্রিওয়েটি ‘অবরুদ্ধ’।

 

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ডে দেখা গেছে, হেলিকপ্টারটি আরইএসিএচ এয়ার মেডিকেল সার্ভিসেস-এ নিবন্ধিত।