শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

 প্রকাশিত: ১২:২৪, ৭ জানুয়ারি ২০২৩

ক্যালিফোর্নিয়ার ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

গত বুধবার প্রশান্ত মহাসাগরে এক নিম্নচাপ তৈরি হয়। এতে ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল তুষারপাত হয় যুক্তরাষ্ট্রের  ক্যালিফোর্নিয়া শহর।

এতে ভয়াবহ ভাবে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহর। ঝড়ের দুই দিন পেরিয়ে গেলেও ৬০ হাজারেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

জানা যায় ঝড়ে বুধবার ১০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় পানি জমে যায় এবং গাছ পড়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

এদিকে কর্তৃপক্ষ জানায়, ক্যালিফোর্নিয়ার ওপর দিয়ে যে বিদ্যুৎ লাইন গেছে তাতেই মূলত সমস্যা হয়েছে।

তবে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানি (পিজি অ্যান্ড ই) জানিয়েছে, ইতোমধ্যে তারা ৪ লাখ গ্রাহকের বিদ্যুৎপরিষেবা পুনঃস্থাপন করতে সক্ষম হয়েছে। কিন্তু তারপরও স্থানীয় শুক্রবার পর্যন্ত ৫৫ হাজার গ্রাহককে বিদ্যুৎপরিষেবা দেওয়া বাকি। 

মন্তব্য করুন: