বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কানাডার উপকূলে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফিওনা’র আঘাত, ভেসে গেছে বাড়ি

 প্রকাশিত: ০৮:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

কানাডার উপকূলে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ফিওনা’র আঘাত, ভেসে গেছে বাড়ি

কানাডার আটলান্টিক উপকূলে নোভা স্কোটিয়া প্রদেশে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় ফিওনা।

জানা যায় ,গত শনিবার সকালে ভারী বৃষ্টিপাত ও বন্যা এবং গতিসম্পন্ন বাতাসসহ আঘাত  হানে । যার ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এসব মানুষ কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারেন।
ফিওনা ঘূর্ণিঝড়ের ক্ষতিতে বিস্ময় হয়েছেন  কানাডার আটলান্টিক উপকূলের মানুষ। কারণ, শক্তিশালী ঝড়ো বাতাস গাছকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। অনেক বাড়িতে পানি ডুকে সেটিকে ভাসিয়ে নিয়ে গেছে।

স্থানীয় নিউজফাউন্ডল্যান্ডের একটি পত্রিকার ইডিটর ইন চিফ রেনে রয় জানান, তিনি কখনোই এমন ঘূর্ণিঝড় দেখেননি।

এদিকে, নোভা স্কোটিয়ার প্রদেশের প্রধান টিম হাউসটন জানান, তার প্রদেশের তিন ভাগে বিদ্যুৎ নেই। বিদুৎকর্মীরা বিদ্যুৎ লাইন পুনরায় মেরামত করতে কাজ করে যাচ্ছেন।

অন্যথায় ,নোভা স্কোটিয়ার বিদ্যুৎ বিভাগের সিইও পিটার গ্রেগ বলেন, পরিস্থিতি এখনো অনেক শোচনীয়। আমাদের কর্মীরা ক্ষতি নিরীক্ষণ ও মেরামত করতে পারছেন না।  তিনি জানান, নোভা স্কোটিয়ায় আসার পথে রয়েছেন আরো ৯০০ বিদ্যুৎকর্মী।

মন্তব্য করুন: