শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মাঝ আকাশে দুই বিমান মুখোমুখি অল্পের জন্য প্রাণে বাঁচলেন৪০০যাত্রী

 প্রকাশিত: ১০:২৪, ২০ জানুয়ারি ২০২২

মাঝ আকাশে দুই বিমান মুখোমুখি অল্পের জন্য প্রাণে বাঁচলেন৪০০যাত্রী

ভারতের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় দেশটির বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর দুই বিমান মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছিল দুই যাত্রীবাহী বিমানের। তবে রাডার কন্ট্রোলারের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান দুই বিমানের ৪০০ যাত্রী। সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ জানুয়ারির এই ঘটনা ঘটে।

রাডার কন্ট্রোলার মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ এড়াতে একটি বিমানকে বিকল্প রুটে যাওয়ার নির্দেশনা দেয়। বেঙ্গালুর থেকে কলকাতাগামী এবং বেঙ্গালুর থেকে ভুবনেশ্বরগামী বিমান দুইটিই তিন হাজার ফুট উচ্চতায় ছিল বলে ধারণা করা হচ্ছে।

বেঙ্গালুর থেকে কলকাতাগামী বিমানে ১৭৬ জন যাত্রী ও ছয়জন কর্মী ছিলেন। অন্যদিকে বেঙ্গালুর থেকে ভুবনেশ্বরগামী বিমানে ছিলেন ২৩৮ জন যাত্রী ও ছয়জন কর্মী।

মন্তব্য করুন: