বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, শনাক্ত ১,৭২৮

 প্রকাশিত: ১৮:০৭, ৬ জুলাই ২০২২

করোনায় ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, শনাক্ত ১,৭২৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। আর এই সময়ে দেশজুড়ে ১ হাজার ৭২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। 

আজ স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ১ হাজার ৯৯৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

আজ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ১৬ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। গত দুদিন ধরেই শনাক্তের হার একটু একটু করে বাড়ছে। মঙ্গলবার এই হার ছিল ১৬ দশমিক ৭৪ শতাংশ।

নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ১৯ লাখ ৮৪ হাজার ৭০০। এর মধ্যে ২৯ হাজার ১৮৫ জন মারা গেছেন। 

সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

মন্তব্য করুন: