শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

শিশুদের করোনার টিকা জুলাইয়ের শেষ সপ্তাহে

 আপডেট: ১৮:০০, ২৯ জুন ২০২২

শিশুদের করোনার টিকা জুলাইয়ের শেষ সপ্তাহে

দেশে পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক আজ বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, শিশুদের জন্য যে টিকা প্রয়োজন, তা জুলাই মাসের মাঝামাঝি সময়ে পাওয়া যাবে।

স্বাস্থ্য মন্ত্রী জানান, ‘‘আমাদের কাছে এ ধরনের খবর আছে। এটা যদি হাতে চলে আসে, তাহলে আমরা জুলাই মাসের শেষে ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারব।’’

তিনি আরো বলেন, ‘‘এই টিকাদান কার্যক্রম চালাতে যে ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন, আশা করি তা আমরা এই সময়ের মধ্যে শেষ করতে পারব।’’

দেশে আশঙ্কাজনকভাবে ফের বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক জানান, এতে করে সরকার ‘কিছুটা চিন্তিত’। অবশ্য তিনি বলেন, এ নিয়ে স্বাস্থ্য বিভাগ শঙ্কিত নয়।

তিনি বলেন, ‘‘আমরা প্রস্তুত আছি। আমাদের হাসপাতালের উন্নয়ন চলমান আছে। হাসপাতালে এখন তেমন রোগী নাই। রোগী এলে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা ও প্রস্তুতি আছে।’’

দেশে ৫ থেকে ১২ বছর বয়সীদের ফাইজারের টিকা দেওয়া হবে। এই টিকা নিতে উল্লেখিত বয়সের  শিশুদের জন্ম নিবন্ধন সনদের নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। এরপর পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হয়।

গত বছর ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল-কলেজের শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকার আওতায় আনা হয়। 

মন্তব্য করুন: