শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ঢামেক ভাইরোলজি বিভাগে ওমিক্রন শনাক্ত মেশিন নেই

 আপডেট: ০৯:০৪, ১২ জানুয়ারি ২০২২

ঢামেক ভাইরোলজি বিভাগে ওমিক্রন শনাক্ত মেশিন নেই

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা গত দু’দিনে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৯৪ জন ভর্তি রোগীর নমুনা পরীক্ষা করা হয়।

এদের মধ্যে ৩৫জন রোগী করোনায় আক্রান্ত।  

চিকিৎসকদের মতে ডেল্টার ধরনের মতো নতুন আক্রান্তরা এতো গুরুতর নয়।

ঢাকা মেডিক্যাল কলেজে ভাইরোলজি ডিপার্টমেন্টে সিকোয়েন্সিং মেশিন (Sequencing machine) না থাকার কারণে সরাসরি কনফার্ম করা যাচ্ছে না রোগীরা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত কিনা।

মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজের ভাইরোলজি ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু।

তিনি আরো জানান, গত কয়েকদিন যাবত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৪ জন ভর্তি রোগীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৫ জন আক্রান্ত হয়েছেন।

অথচ গত বছরের শেষের দিকে দুই থেকে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। জিরো কখনো হয়নি। ওমিক্রনে আক্রান্তদের সামান্য জ্বর সর্দি কাশি, মাথা ব্যথা, গায়ে ব্যথা হয়ে থাকে, তবে ফুসফুসে তেমন আক্রান্ত থাকে না। বর্তমানে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের এই উপসর্গগুলো দেখা যাচ্ছে। তারা ডেল্টার ভ্যারিয়েন্ট মতো এতো গুরুতর নয়।

মন্তব্য করুন: