শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

ফিচার

ভয়ংকর নিয়ম, মৃত ব্যক্তির আত্মার সঙ্গে নাচ গান আত্মীয়দের

 প্রকাশিত: ১৩:০৫, ১৭ নভেম্বর ২০২২

ভয়ংকর নিয়ম, মৃত ব্যক্তির আত্মার সঙ্গে নাচ গান আত্মীয়দের

ফ্লোরিডায় সম্প্রতি মৃতদের বার্ষিক এক অন পদ্ধতিতে উসব পালিত হয়েছে ৷ এই নিয়েই নানান ধরনের রীতিনীতি পালিত হয়েছে ৷

অনেক মানুষ তাদের পরিবারের সঙ্গে আসেন আর অদ্ভূত রকমের পোশাক পরানো হয়ে থাকে ৷ এই উৎসবের সময়েই পাপেট নেটওয়ার্ক ও দক্ষিণ ফ্লোরিডার পাপেট গিল্ড প্রায় ১০ থেকে ১৮ ফুটের কাঠের পুতুল দেখতে পাওয়া যায়। 

ডে অফ দ্য ডেথ পূর্ব ল্যাটিন আমেরিকা এটি পালন করা হয় ৷ এটি মেক্সিকোর একটি রীতিনীতির মধ্যে পড়ে ৷ অনেকেই মনে করেন যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ মৃত্যু জীবনকে শেষ করে, আর মৃত্যুই জীবনকে শেষ করে ৷ কৃষি প্রক্রিয় প্রকৃতির সঙ্গে সংযুক্ত ৷ জমিতে উৎপন্ন হয় ৷ এখানে মাটিতে দেবে থাকে ৷ 

ডে এফ ডেথ পূর্বজদের রাজি করতে প্রাচীন অ্যাজটেক এটি একটি রীতিনীতির মধ্যে পড়ে ৷ অল সোল বা প্রতিটি আত্মার সঙ্গে একটি ছুটি যেমন ভাবে স্প্যানিশ আক্রমণকারীরা এক হাজার ৫০০ দশক আগে শুরুর দিকে মেক্সিকোয় নিয়ে গিয়েছিল ৷ অনেকে মনে করেন যারা মানেন ফ্লোরিডার ফোর্ট লাইরডেলের মৃতের উৎসবের ১৩ তম বছরে ফ্লোরিডা দিবসে অংশগ্রহণ করেছে ৷ 

এই দিনের মৃতের জীবনের সঙ্গে উৎসবে মেতে ওঠে ৷ আত্মাও তাদের সঙ্গে দেখা করতে উৎসুখ হয়ে থাকেন। এই উৎসব মূলত ১ ও ২ নভেম্বরে মানুষ পালন করে থাকেন মেক্সিকোয় একটি পরিবারের পুনর্মিলন হয়ে থাকে ৷ মৃত বা পূর্বজের আত্মীয়ের এক অতিথি রূপে হয়ে থাকে ৷ এই উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন রকমের রং-বেরঙ পরিধান করেন, রঙিন মেকআপ করেন ৷

মন্তব্য করুন: