শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণের সময় - সীমা বাড়ানো হল

 প্রকাশিত: ০৯:০৪, ৮ নভেম্বর ২০২২

সাত কলেজের প্রথম বর্ষের ফরম পূরণের সময় - সীমা বাড়ানো হল

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১ সনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।

বৃদ্ধিকৃত সময় অনুযায়ী ফরম পূরণ শেষ হবে আগামী ১৪ নভেম্বর (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিটে।

জানা যায় গত সোমবার (৭ অক্টোবর) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত সাত কলেজের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ১৪ নভেম্বর (সোমবার) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীরা উক্ত তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। এছাড়াও কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আগামী ১৬ নভেম্বরের (বুধবার) মধ্যে ভেরিফাই করতে হবে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

মন্তব্য করুন: