বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 প্রকাশিত: ১৫:০৬, ২৭ জুন ২০২২

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

আজ সোমবার দুপুর ১টায় এই ফল প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় এক হাজার ৭৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন শিক্ষার্থী। এর থেকে পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন। তাদের মধ্য থেকে পাস করেছেন ৫ হাজার ৬২২ জন। সেই হিসেবে পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।

ফলাফল জানতে ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) ঢুকতে হবে। সেখানে গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফল জানা যাবে।

এ ছাড়াও, রবি, বাংলালিংক, এয়ারটেল বা টেলিটক নম্বর থেকে ‘DU KHA <roll no>’ টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে তাহলে ফল পাওয়া যাবে।

মন্তব্য করুন: