শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির ডিন নির্বাচনে নীল দলের অবশ্যম্ভাবী জয়

 প্রকাশিত: ০৮:৪৭, ১৪ জানুয়ারি ২০২২

ঢাবির ডিন নির্বাচনে নীল দলের অবশ্যম্ভাবী জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের প্রার্থীরা। এর মাধ্যমে মোট দশ অনুষদের সবগুলোতেই জয়লাভ করেন তারা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এ নির্বাচন। দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দীন আহমেদ।

নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, কলা অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর আবদুল বাছির পেয়েছেন ১৫৪ ভোট, সামাজিক বিজ্ঞান অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জিয়া রহমান ১৬১ ভোট, ব্যবসায় শিক্ষা অনুষদের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের প্রফেসর মুহাম্মাদ আবদুল মঈন ১২১ ভোট, বিজ্ঞান অনুষদের ফলিত গণিত বিভাগের প্রফেসর আবদুস সামাদ ১০৭ ভোট, জীববিজ্ঞান অনুষদের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর এ কে এম মাহবুব হাসান ৮৭ ভোট , ফার্মেসি অনুষদের ফার্মেসি বিভাগের প্রফেসর সীতেশ চন্দ্র বাছার ৩২ ভোট, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর হাফিজ মো. হাসান বাবু ৫২ ভোট, চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের প্রফেসর নিসার হোসেন ৪৩ ভোট পেয়ে নীল দল থেকে বিজয়ী হয়েছেন।

মন্তব্য করুন: