শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

এডিটর`স চয়েস

সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনু ! বিরল দৃশ্যের সাক্ষী হায়দ্রাবাদ

 প্রকাশিত: ০৯:২৩, ৩ জুন ২০২১

সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনু ! বিরল দৃশ্যের সাক্ষী হায়দ্রাবাদ

সান হ্যালো নামে পরিচিত সূর্যের চারপাশে একটি উজ্জ্বল বৃত্তাকার বলয় এটি। সম্প্রতি চন্দ্রগ্রহণের ঠিক ২ দিন আগে গত ২৪ মে বেঙ্গালুরুর আকাশে এর দেখা মেলে। এদিন বলয় দেখতে চাঞ্চল্য ছড়ায় হায়দ্রাবাদবাসীর মনে।
জ্যোতির্বিদ্যার ভাষায় আকাশের বুকে সূর্যকে কেন্দ্র করে যে বলয় দেখা যায়, তাকে সান হ্যালো বলে। সূর্যের চারিদিকে থাকা রামধনুর মতো দেখতে এই সান হ্যালো ২২ ডিগ্রি হ্যালো (22 degree Halo) হিসাবে পরিচিত। সাদা আলো সিরাস মেঘে জন্মানো বরফ স্ফটিকের মধ্য দিয়ে গিয়ে হ্যালোর রঙ তুলে ধরে। স্ট্র্যাটোস্ফিয়ারে আলোর প্রতিসরণের ফলে এই বিরল চোখ ধাঁধানো ঘটনা ফুটে ওঠে।

অনলাইন নিউজ পোর্টাল

মন্তব্য করুন: