বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল উদ্ধার

 প্রকাশিত: ১৫:৩৫, ১২ মে ২০২২

খুলনায় ২ লাখ ৩৬ হাজার লিটার তেল উদ্ধার

খুলনায় তিনটি প্রতিষ্ঠান থেকে মজুদ করা বিপুল পরিমানে সয়াবিন ও পামওয়েল উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সব মিলে ২ লাখ ৩৬ হাজার ৬৪০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পাম তেল।

আজ বৃহস্পতিবার সকালে অভিযান শুরু করে দুপুর পর্যন্ত চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

র‌্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। আর অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ মেলে। 

তিনি বলেন, খুলনার ব্যবসায়ীরা বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে। যে অভিযান শুরু হয়েছে তা চলবে বলে তিনি জানান। 

মন্তব্য করুন: