বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি

করোনাকালে কাজ হারানো মানুষের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ

 আপডেট: ২১:৫৬, ৩ জানুয়ারি ২০২২

করোনাকালে কাজ হারানো মানুষের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ

প্রায় দুই বছর ধরে চলছে করোনা মহামারি ভয়াল প্রকোপ। এ সময়কালের অনেকটা জুড়েই দেশ লকডাউনে ছিল। বন্ধ হয়ে গিয়েছিলো উৎপাদন কারখানাগুলো। কর্ম হারিয়ে বেকার হয়েছে লাখো মানুষ। এবার এ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে ৫০০  কোটি টাকার ‘ঘরে ফেরা’ বিষয়ক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় দরিদ্র জনগোষ্ঠী জামানত ছাড়াই স্বল্প সুদে ঋণ পাবেন। 
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনা মহামারির কারণে শহরকেন্দ্রিক জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক কর্মজীবী মানুষ হঠাৎ কাজ হারিয়ে গ্রামাঞ্চলে ফিরে যেতে বাধ্য হয়েছে। উপযুক্ত কর্মসংস্থান তৈরিতে তাদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় আনা একান্ত প্রয়োজন। পাশাপাশি এসব জনগোষ্ঠীকে স্বল্প সুদে ঋণ প্রদান করলে গ্রামাঞ্চলে আয়উৎসারী কর্মকাণ্ড আরো গতিশীল হবে। সে লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়েছে।

মন্তব্য করুন: