মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৫ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চায় জামায়াত: পরওয়ার তফসিলের পর অনুমোদনহীন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ প্রধান বিচারপতির বাসভবনসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: নজরুল ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা ডিসেম্বরে এক লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের থাই হামলায় কম্বোডিয়ার নিহত বেড়ে ৬ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর লন্ডনযাত্রা স্থগিত, আপাতত ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা রাজশাহীতে এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, হত্যাচেষ্টার অভিযোগ থানায় টানা ৪ দিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আফগান সীমান্তের কাছে ‘জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত’ উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ৩০

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

 প্রকাশিত: ২১:৩৭, ৯ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

জেলায় আজ শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ মোট চারজন নিহত হয়েছেন। 

নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৭৫), গোমস্তাপুর উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশিক আলী (২৫) ও একই এলাকার আপেল মাহমুদের ছেলে আবুল হোসেন (৫৫) এবং ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আশরাফুল হকের ছেলে হাসান (০৮)।

সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন, এসব মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, মঙ্গলবার দিবাগত ৮টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসেদ আলী নামে এক ব্যক্তিকে ধানবোঝাই একটি ভটভটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসেদ আলী নিহত হন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, আশিক আলী ও তার চাচাতো ভাই আবুল হোসেন নামে দুইজন মোটরসাইকেলযোগে আড্ডার দিক থেকে রহনপুর আসছিলেন। পথিমধ্যে মঙ্গলবার দুপুর ২টার দিকে রহনপুর তেঁতুলমোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নীচে চাপা পড়ে। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আলীকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান। 

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, উপজেলার দলদলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো শিশু হাসান। দুপুর পৌঁনে ১টার দিকে ইসলামপুর মসজিদের কাছে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু হাসান নিহত হয়।