জেআইসিতে ‘গুম-নির্যাতন’: সেনা কর্মকর্তাদের বিচার হবে? আদেশ রোববার
জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ‘গুম ও নির্যাতনের’ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ হবে আগামী ১৪ ডিসেম্বর।
মঙ্গলবার প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি নিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ঠিক করেছে।
প্রসিকিউশন এ মামলার আসামিদের বিরুদ্ধে পাঁচটি বিষয়ে অভিযোগ গঠনের আবেদন করেছে। অন্যদিকে গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাসহ আসামিদের অভিযোগ থেকে অব্যহতি চেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। শেখ হাসিনাসহ বাকি আসামিরা পলাতক।
এ মামলায় ১৩ আসামির মধ্যে তিন সেনা কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন।
এদিন সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।