প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার দুপুর ২টায় দিকে সুপ্রিম কোর্ট কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠানের কথা রয়েছে। দুপুর সোয়া ১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে বের হন সিইসি; ২টার আগে দিয়ে তিনি সুপ্রিম কোর্টে পৌঁছান।
সীমানা নির্ধারণ সংক্রান্ত রিট ও প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে আদালতে দ্বারস্থ হন অনেকে; এই সব বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির আলোচনা হতে পারে বলে জানিয়েছে ইসি। ভোটকে সামনে রেখে নানা ধরনের আইনি জটিলতা ও সহায়তার বিষয়টি আলোচনায় থাকতে পারে।
সব শেষ সিইসিও তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সাথে সাক্ষাতের রেওয়াজ বজায় রেখেছিলেন।
বুধবার রাষ্ট্রপতির সাক্ষাতের কথা রয়েছে নির্বাচন কমিশনের। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে প্রস্তুতি অবহিত করার পাশাপাশি সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে এসেছে পুরো কমিশন।
এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা ও প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে ডাকছে নির্বাচন কমিশন।
এ ভাষণ বুধবার রেকর্ড করা হবে বলে জানিয়েছে ইসি। সোমবার বিটিভি ও বেতারকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, “বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।”