রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

জাতীয়

পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

 প্রকাশিত: ১২:১৪, ৭ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

হিমালয়ঘেঁষা সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের মাত্রা দ্রুত বেড়ে চলেছে। টানা দুদিন ধরে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করায় শীতপ্রবণ এই জনপদে কনকনে ঠাণ্ডার অনুভূতি আরও তীব্র হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন আজ রোববার (৭ ডিসেম্বর) একই সময়ে আবারও একই তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

আবহাওয়া অফিসের ভাষ্য, উত্তর থেকে নেমে আসা শুষ্ক ও শীতল বাতাসের কারণে তাপমাত্রার এই ধীরে ধীরে পতন মৌসুমের মৃদু শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই জেলায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ায় দৃশ্যমানতা কমে আসে। সকাল গড়িয়ে ৮টার দিকে সূর্য দেখা মিললেও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ, যা শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও উঠছে মাত্র ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, শনিবার ভোরে তাপমাত্রা ছিল ১১ দশমিক ১ ডিগ্রি। কয়েক ঘণ্টার ব্যবধানে তা কমে নেমে আসে ১০ দশমিক ৫ ডিগ্রিতে। বিগত দুই দিন ধরে সকাল ৯টার রিডিং একই পর্যায়ে রয়েছে।