ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ ভবনে তালা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
মঙ্গলবার গভীররাতে চারুকলা অনুষদ, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট, কার্জন হল গেইট, বিজ্ঞান ভবন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গেইটে তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাতে এ ঘটনা ঘটেছে। আমরা সাময়িকভাবে সেই স্থানগুলোর গার্ডদের প্রত্যাহার করেছি।
“এখন সহকারী প্রক্টররা এসব বিষয়ে তদন্ত করে দেখছেন। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।”
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ফেইসবুকে পাঁচ ফটকে তালা দেওয়ার ছবি শেয়ার করে লকডাউন সফল করার আহ্বান জানিয়েছেন।
জুলাই অভ্যুত্থান দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভের কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। পাশাপাশি ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে দলটি।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি েমঙ্গলবার বলেছেন, “১৩ তারিখের ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে নিয়েছে; শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি নরমাল থাকবে। কোনো ধরনের আশঙ্কা নেই। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, ছাড় দেওয়া হবে না।”