গাজীপুরে তিন বাসে আগুন
গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বুধবার ভোরে নগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ও শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় এবং মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে।
এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, “ভোরে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ‘ভিআইপি পরিবহনের’ বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
“পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।”
তিনি বলেন, “শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রভাতী পরিবহনের’ একটি বাসেও আগুন দিয়েছেছে দুর্বৃত্তরা।
“স্থানীয়রা ওই বাসের আগুন নেভায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
এর আগে নগরীর চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর জানান কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।
পুলিশ ও স্থানীয় লোকজন বলছে, চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। ওই সময় বাসে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বেশ কিছু আসন ও যন্ত্রাংশ পুড়ে গেছে।