বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

শপথ নিলেন ২২ বিচারপতি কেরাণীগঞ্জে শিশুকে অপহরণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, উত্তরায় মাইক্রোবাসে এবার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোলবোমা গাজীপুরে তিন বাসে আগুন ঢাবির পাঁচ ভবনে নিষিদ্ধ ছাত্রলীগের তালা ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেপ্তার ৫ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তা মাদারীপুরে উদ্ধার আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন জর্জিয়ায় ২০ আরোহীসহ তুরস্কের সামরিক বিমান বিধ্বস্ত তারেক রহমান নভেম্বরের শেষ নাগাদ দেশে ফিরছেন: সালাহউদ্দিন

জাতীয়

গাজীপুরে তিন বাসে আগুন

 প্রকাশিত: ১৪:২৩, ১২ নভেম্বর ২০২৫

গাজীপুরে তিন বাসে আগুন

গাজীপুরে পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।

বুধবার ভোরে নগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ও শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় এবং মঙ্গলবার রাতে নগরীর কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এসব ঘটনা ঘটে।

এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, “ভোরে ভোগড়া পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ‘ভিআইপি পরিবহনের’ বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

“পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।”

তিনি বলেন, “শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রভাতী পরিবহনের’ একটি বাসেও আগুন দিয়েছেছে দুর্বৃত্তরা।

“স্থানীয়রা ওই বাসের আগুন নেভায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”

এর আগে নগরীর চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর জানান কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

পুলিশ ও স্থানীয় লোকজন বলছে, চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে একটি বাস দাঁড়িয়েছিল। এ সময় একজন মিস্ত্রি বাসের নিচে শুয়ে মেরামতের কাজ করছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন যুবক বাসের পাশে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে তারা বাসে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। ওই সময় বাসে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বেশ কিছু আসন ও যন্ত্রাংশ পুড়ে গেছে।