রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন, উত্তরায় মাইক্রোবাসে
ঢাকার কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পুড়ে গেছে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর রাজধানীর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস।
দুটি ঘটনাই যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের তরফে জানানো হয়েছে। এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার বেলা ১১টার দিকে রমনা থানার ঠিক সামনে পুলিশের ব্যবহৃত চীনে তৈরি একটি পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। অল্প সময়ের আগুনেই গাড়িটি পুড়ে যায়। গাড়িটি মেরামতের সময় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক।
তিনি বলেন, গাড়িটিতে মেরামতি কাজ করার সময় মিস্ত্রি ভুলবশত ব্যাটারির দুটি সংযোগ এক করে দিলে সেটাতে আগুন ধরে যায়।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) তালেবুর রহমান বলেন, “বেলা ১১টার দিকে কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপে আগুন লাগে।
“পিকআপটি নষ্ট হওয়ায় মিস্ত্রি ডেকে ঠিক করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে যায়। পরে তা স্থানীয়ভাবে নিভিয়ে ফেলা হয়। এতে মিস্ত্রি সামান্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
এর আগে বুধবার সকাল ৭টার দিকে উত্তরার জসীম উদ্দিন এলাকায় একটি হাইয়েস মাইক্রোবাস আগুনে জ্বলতে দেখেন পথ চলতি মানুষ। ফায়ার সার্ভিসের তরফে বলা হচ্ছে, গাড়িটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “সকালে উত্তরার জসীমউদ্দিন সড়ক এলাকায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।”