বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

 প্রকাশিত: ১১:১১, ১২ নভেম্বর ২০২৫

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন চালক।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে বলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলছে, একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসের ভেতরে সব পুড়ে যায়।

বাসের চালক আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, “বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার জন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল।

“তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতেও আঘাত পাই।”

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের একটি ইউনিট গিয়ে মাত্র দশ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা হতাহতের কোন খবর পাইনি।”

বাসের মালিক মো. সোহেল বলেন, “আমার উপার্জনের একমাত্র সম্বল ছিল এই বাসটি। যে বা যারা আমার এই ক্ষতি করল আমি তাদের বিচার চাই।”

এ বিষয়ে কথা বলতে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নানের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।