বুধবার ১২ নভেম্বর ২০২৫, কার্তিক ২৮ ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

 প্রকাশিত: ১১:০৮, ১২ নভেম্বর ২০২৫

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াওয়ের মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার।

বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

ওই বার্তায় বলা হয়, “রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।”

তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা ওই বার্তায় বলা হয়নি।

চব্বিশের আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় তার দল আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর লকডাউনের ডাক দিয়েছে, যদিও দলটির সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ।

এর মধ্যে গত তিন দিন ধরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে যানবাহনে। একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ময়মনসিংহে এক পরিবহন শ্রমিকের প্রাণ গেছে।