রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ধর্মের নামে দেশে ‘বিভাজন তৈরির চেষ্টা চলছে’: মির্জা ফখরুল কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন রংপুরে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে গলা কেটে হত্যা চীনা সামরিক বিমানের রাডার লকে ক্ষুব্ধ টোকিও “দ্বিতীয় হামলার ভিডিও প্রকাশে দ্বিধায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী” ‘মিনেসোটা প্রোটোকল’ মেনেই জুলাই শহীদদের শনাক্ত করা হবে: সিআইডি বিটিআরসির সামনের সড়ক অবরোধ করলেন মোবাইল ব্যবসায়ীরা পঞ্চগড়ে শীতের দাপট, টানা দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে সুদানে ‘নৃশংসতা ঢাকার চেষ্টার’ মধ্যে মিলিশিয়া হামলা, নিহত ১১৪ মেসির জাদুতে মায়ামির বাজিমাত, ঘরে তুলল প্রথম এমএলএস কাপ নাইজেরিয়ায় ১৩ জন কৃষককে অপহরণ করেছে বন্দুকধারীরা ভারতের গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

জাতীয়

হঠাৎ বন্যায় রংপুর বিভাগের চার জেলা বিপর্যস্ত!

 প্রকাশিত: ২০:৩৬, ৭ অক্টোবর ২০২৫

হঠাৎ বন্যার কবলে রংপুর বিভাগের চার জেলা : দ্রুত বাড়ছে ধরলা-দুধকুমার নদীর পানিও : তিস্তাপাড়ে রেডলাইর্ট, মাইকিং

ভারত গজলডোবা বাঁধের পানি ছাড়ায় তিস্তা বিপদসীমার ঊর্ধ্বে

 

ভারত বিনা নোটিশে পানি ছেড়ে দেয়ায় উজানের ঢলে হঠাৎ আবারো ক্ষেপেছে পাগলা নদীখ্যাত তিস্তা। পানি আগ্রাসী ভারত বরাবরই তার ধূর্ততা ও অপকৌশলে স্বাভাবিক সময়ে অভিন্ন প্রধান নদ-নদীসমূহের উজানে বাঁধ-ব্যারেজ-বিদ্যুৎপ্রকল্পের মাধ্যমে আটকে রাখে পানি। শুকিয়ে মারে ভাটির প্রতিবেশী দেশ বাংলাদেশকে। আর, নদ-নদী প্লাবিত হলে নিজেদের বন্যামুক্ত রাখতে অকাতরে পানি ছেড়ে দেয়। গতকাল রোববার পর্যন্ত গত ক’দিনের টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ভারত বিনা নোটিশে উজানে গজলডোবা বাঁধের সবকটি গেইট (স্পিলওয়ে) খুলে পানি ছেড়ে দিয়েছে।

 

 

এ কারণে ভাটিতে বাংলাদেশ প্রান্তে তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করেই নীলফামারীতে গতরাতে তিস্তার পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সকাল থেকে ডালিয়ায় তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পায়।

এর ফলে আকস্মিকভাবে বন্যা কবলিত হয়ে পড়েছে রংপুর বিভাগের লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার ব্যাপক নিম্নাঞ্চল। তিস্তাপাড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানে মাইকিং করা হচ্ছে। অকাল বন্যায় বিপাকে পড়েছে উত্তর জনপদের লাখো মানুষ। বিশেষ করে তিস্তার চর ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। তাছাড়া উজানে ভুটান ও ভারতে অতি বর্ষণের কারণে দ্রুত বাড়ছে ধরলা-দুধকুমার নদীর পানিও।এদিকে উজানে অতি ভারী বর্ষণ, বজ্রপাতে ভারতের তিস্তা সংলগ্ন পশ্চিমবঙ্গ ও ভুটানে ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হয়েছে। গতকাল পর্যন্ত উক্ত দুই প্রদেশে কমপক্ষে ২৫ জন মারা গেছে। তাছাড়া নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারায় প্রায় ৪০ জন।

গতকাল বিকালে পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান উত্তরাঞ্চলে নদী অববাহিকায় বন্যা সম্পর্কিত বিশেষ বুলেটিনে জানান, গতকাল সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টায় কিংবা কাছাকাছি সময়ে দেশের অভ্যন্তরে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহ আগামী ১২ ঘণ্টায় (আজ সোমবার সকাল নাগাদ) বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা দেখা দিয়েছে।

 

 

 

পূর্বাভাসে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের রংপুর বিভাগ এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়- দেশের অভ্যন্তরে পঞ্চগড়ে ১১৮, ডালিয়ায় (নীলফামারী) ৮৫, পাটেশ্বরী (কুড়িগ্রাম) ৭৫ মিলিমিটার। অন্যদিকে উজানে ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ২৬১, কোচবিহারে ১৯০, জলপাইগুড়িতে ১৭২, শিলিগুড়ি ১৩৪, সিকিমের গ্যাংটকে ৮৮ মি.মি. বৃষ্টিপাত হয়েছে।

 

 

বিশেষত উজানে অতি বর্ষণের কারণে ভাটিতে বাংলাদেশে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে গত শনিবার সকাল ৯টা থেকে গতকাল বিকাল ৩টা পর্যন্ত ৬৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে ডালিয়ায় তিস্তার পানি বিপদসীমার মাত্র এক সে.মি. নিচে প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে উজানে ভারতে তিস্তার পানি গত ২৪ ঘণ্টায় দোমুহুনীতে ১৫৮ সে.মি. এবং গজলডোবায় ২২০ সে.মি. বৃদ্ধি পেয়েছে।

এদিকে ভুটান আবহাওয়া ও পানি বিজ্ঞান সংস্থার তথ্য অনুযায়ী, ওয়াংচু (ধরলা ও দুধকুমার নদীর উজানে) নদীর পানি তালা ড্যামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে ধরলা ও দুধকুমার নদীর উজানে ভারতে পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া রংপুর বিভাগ এবং সংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

 

 

 

এ অবস্থায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি আগামী দুই দিনে (৭ অক্টোবর পর্যন্ত) দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে আজ বিপদসীমা অতিক্রম করতে পারে। সেই সঙ্গে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ সময়ে তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ থেকে ৫০ সে.মি. ওপর পর্যন্ত প্রবাহিত হতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র।

 

 

আবহাওয়া পরিস্থিতি : সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী আশি^না বর্ষণ অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রাম জেলার রাজারহাটে ১২৩ মিলিমিটার। তেঁতুলিয়ায় ১২০ মি.মি. বৃষ্টিপাত হয়। রাজশাহী ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে।

 

 

 

আজ সন্ধ্যা সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তিস্তা পাড়ে রেড এলার্ট, মাইকিং : এদিকে গতকাল রাতে তিস্তা নদীর পানি প্রবাহের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা গেছে, নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেয়ে সন্ধ্যায় বিপদসীমার ১৩ সে.মি. এবং ২৩ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ অবস্থায় তিস্তা পাড়ের এলাকাসমূহে রেড অ্যালার্ট জারি করেছে পানি পাউবো। গতকাল সকালে লালমনিরহাট জেলার দোয়ানীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৭২ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হয়। ১২ ঘণ্টার ব্যবধানের সন্ধ্যায় সেখানে ৮৫ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ এবং রাতে ২৩ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তায় অতি দ্রুত পানি বৃদ্ধিতে নদীর ডান তীরের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেখানে বাঁশের পাইলিং করে বালির বস্তা নিক্ষেপ করছে পাউবো। তিস্তা তীরবর্তী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম এবং চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। পানি দ্রুত বাড়ছেই। পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তা নদীর জিরো পয়েন্টের কাছে কালীগঞ্জে তিস্তার ডান তীরের প্রধান বাঁধে ভাঙন দেখা দেয়ায় মেরামত চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব কটি (৪৪টি) গেইট খুলে দেয়া হয়েছে। তিস্তা তীরের কাছাকাছি এলাকায় রেড অ্যালার্ট জারি করে সন্ধ্যায় মাইকিং করা হয়।

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

লালমনিরহাট থেকে দুলাল হোসেন জানান, কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বাম তীরের জেলা লালমনিরহাটের নি¤œাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের দাবি, আজ সোমবার সকাল ৯টা থেকে ১২ ঘণ্টা তিস্তা নদীর পানি প্রবাহ বিপৎসীমার ওপরে প্রবাহিত হতে পারে।