শনিবার ০২ নভেম্বর ২০২৪, কার্তিক ১৭ ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

 প্রকাশিত: ১৫:৩৭, ৮ অক্টোবর ২০২৪

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হিন্দু ধর্মালম্বীদের দীর্ঘ দিনের দাবি অনুযায়ী দুর্গাপূজায় একদিন ছুটি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

তিনি বলেছেন, ‘‘পূজার ছুটি একদিন বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।”

মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে দূর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘‘অনেকদিন ধরে সনাতন ধর্মাবলম্বীদের দাবি ছিল দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য। তারা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আনন্দ উদযাপন করেন। এবার দুর্গাপূজার দশমীর আগে শুক্র-শনিবার পড়েছে।

“তাই সরকার চিন্তা করেছে, এবার বৃহস্পতিবার (১০ অক্টোবর) একদিন ছুটি বাড়িয়ে দেবে; যাতে তারা পূজা উদযাপনের জন্য একটা বড় সময় পান।”

গত ২ অক্টোবর মহালয়ায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ৯ অক্টোবর ষষ্ঠী, ১০ অক্টোবর সপ্তমী, ১১ অক্টোবর অষ্টমী, ১২ অক্টোবর নবমী এবং ১৩ অক্টোবর দশমী শেষে হবে দেবী বিসর্জন।

রেওয়াজ অনুযায়ী বিজয়া দশমীর দিন রোববার সরকারি ছুটি থাকবে। তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারও ছুটি থাকবে। সব মিলিয়ে এবার পূজায় ছুটি থাকছে ৪ দিন।

এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘‘দেশের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত চলছে, সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতিকারীদের ধরতে সরকার সচেষ্ট। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেওয়া হবে না।

‘‘দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন, তাদের জন্য বার্তা- বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলের সাথে আছে।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবসহ কমিটির নেতৃবৃন্দ। তিনি কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সর্বশেষ প্রস্তুতি নিয়ে কথা বলেন। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ শর্মাও ছিলেন।