মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পঞ্চগড়ে নৌকাডুবি লাশ উদ্ধার ২৪ জনের

 প্রকাশিত: ১৮:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড়ে নৌকাডুবি লাশ উদ্ধার ২৪ জনের

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জনের মতো। আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।  স্থানীয়রা ও উদ্ধার হওয়া যাত্রী জানিয়াসেন। দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। যাত্রীর চাপে মাঝ নদীতে পৌঁছার পর নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে। 

উদ্ধারকৃত লাশের সংখ্যা সাত জন যা বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। 

মন্তব্য করুন: