বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শনাক্ত ২১৪, মৃত্যু ১

 প্রকাশিত: ১৮:২৮, ১১ আগস্ট ২০২২

শনাক্ত ২১৪, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘণ্টায় ২১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে এই সময়ে মারা গেছেন একজন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশজুড়ে। এর মধ্যে ২১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। 

গতকাল বুধবার ১৯৮ জন নতুন রোগী পাওয়া গিয়েছিল।

এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ফের পাঁচ শতাংশের নিচে নেমেছে। শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫ দশমিক ০৯ শতাংশ। 

নতুন ২১৪ রোগীকে নিয়ে দেশে মোট শনাক্ত করোনার রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৮ হাজার ২৮২। এর মধ্যে ২৯ হাজার ৩১০ জন কোভিড-১৯ এ মারা গেছেন। 

গত একদিনে আরো ৪৯৭ জন কোভিড রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জন।

নতুন শনাক্তদের ১৫১ জনই ঢাকা জেলার বাসিন্দা। শেষ ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে ৪০ জেলায় কোনো নতুন রোগী পাওয়া যায়নি। 

যার মৃত্যু হয়েছে তিনি সিলেট জেলার বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন ষাটোর্ধ্ব একজন পুরুষ। 

মন্তব্য করুন: